অপরাদিকে মধ্যাঞ্চলের বিপক্ষে ৯২ রানে ৫ উইকটে হারিয়ে দিন শেষ করেছে উত্তরাঞ্চল।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বুধবার (১৯ ডিসেম্বর) খেলা হয় মোটে ৬৭ ওভার।
রনি ৪০ ও জাতীয় দল থেকে সদ্যই বাদ পড়া ইমরুল ৩৭ রানে বিদায় নেন। পরে ইমরুলের সমান ৩৭ করে বিদায় নেন মোহাম্মদ আশরাফুলও। তবে ইয়াসির আলী ১৩৩ বলে ৭০ করে অপরাজিত থেকে দলকে উদ্ধার করেন। ১৩ রানে অপরাজিত আছেন মাহমুদুল হাসান।
দক্ষিণাঞ্চলের হয়ে মেহেদি হাসান দুটি এবং একটি করে উইকেট পান আল-আমিন হোসন ও আব্দুর রাজ্জাক।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে অপর ম্যাচে খেলা শুরু হয় বেশ দেরিতে। আর মাঠে গড়ায় ৩১.৪ ওভার। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিপাকেই পড়ে উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা। তাসকিন আহমেদ ও আরাফাত সানীতে তোপে ৯২ রানে হারিয়ে বসে ৫ উইকেট।
৩৫ রান করেন ওপেনার জুনায়েদ সিদ্দীক। তিনি সানীর বলে বিদায় নেন। তাসকিন তুলে নেন আরেক ওপেনার মিজানুর রহমান ও জাতীয় দল থেকে নিষিদ্ধ সাব্বির রহমানকে। দিন শেষে ২৯ রানে অপরাজিত আছেন নাঈম ইসলাম।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০১৮
এমএমএস