চলতি বছরের নভেম্বরে দুটি দ্বিপাক্ষিক সিরিজের ক্ষতিপূরণ বাবদ ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আইসিসি বরাবর ৬৩ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা ঠুকে দেয় পিসিবি। ২০১৪ ও ২০১৫ সালের ওই দুই সিরিজ নিয়ে করা মামলা আইসিসি’র ডিসপুট প্যানেল খারিজ করে দেয়।
শুধু এটুকুই নয়, এই মামলার জন্য আইসিসির প্রশাসনিক খরচের ৬০ শতাংশও মেটাতে হবে পিসিবিকে। যেহেতু মামলা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে তাই ফের আপিল করার রাস্তাও বন্ধ। এখন পুরো জরিমানাই গুনতে হচ্ছে তাদের। বিসিসিআইকে ফাঁসাতে গিয়ে নিজেরাই নিজেদের জালে পা দেবে এটা হয়তো ঘুনাক্ষরেও ভাবতে পারেনি পাক ক্রিকেট বোর্ডের কর্তারা। কিন্তু হয়েছে ঠিক তাই।
রাজনৈতিক বৈরিতার রেশ ধরে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে বরাবরই আপত্তি দেখিয়ে এসেছে বিসিসিআই। কিন্তু এটা মানতে পারেনি পিসিবি। এজন্য বিশাল ক্ষতির কথা বলে মামলা করে তারা। তারই ফল হলো উল্টো। এই মামলার পেছনে এরইমধ্যে ১ মিলিয়ন ডলার খরচ করে ফেলেছে পিসিবি। এখন আরও ২ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হলে পাক বোর্ডের আর্থিক ভাণ্ডারে যে টান পড়বে তাতে কোনো সন্দেহ নেই।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এমএইচএম/এমএমএস