ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শান্ত-সাইফের ফিফটিতে বড় লিডের পথে মধ্যাঞ্চল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
শান্ত-সাইফের ফিফটিতে বড় লিডের পথে মধ্যাঞ্চল ব্যাট হাতে মধ্যাঞ্চলের হয়ে ফিফটি তুলে নিয়েছেন শান্ত-সাইফ/ছবি: সংগৃহীত

মধ্যাঞ্চলের বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৬ রান তুলতেই অলআউট হয়ে গিয়েছিল উত্তরাঞ্চল। জবাবে মাত্র ১ উইকেট হারিয়েই ৩ রানের লিড নিয়ে দিন শেষ করেছে মধ্যাঞ্চল। ফিফটি তুলে নিয়েছেন সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রাজশাহীতে আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) আগেরদিনের ৫ উইকেট হারিয়ে ৯৫ রানের সংগ্রহ নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে বাকি ৫ উইকেট হারানোর আগে ১৪৬ রান তুলতে সক্ষম হয় উত্তরাঞ্চল। দিনের শুরুতেই নাঈম ইসলামের (৩০) উইকেট হারায় দলটি।

এরপর টানা উইকেট পতনের মিছিল ঠেকাতে পারেননি আর কেউই।  

বল হাতে এদিন ঝড় তোলেন মধ্যাঞ্চলের বোলাররা। ৩৮ রান খরচে ৩ উইকেট তুলে নিয়েছেন স্পিনার আরাফাত সানি। ২টি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও শুভাগত হোম। বাকি উইকেটটি গেছে রবিউল হকের ঝুলিতে।

মাচের প্রথমদিন বাজে আবহাওয়ার কারণে খেলা মাঠেই গড়ায়নি। দ্বিতীয় দিনের খেলা একই কারণে বিলম্বে শুরু হওয়ায় চারদিনের ম্যাচের তিনদিনই শেষ। ফলে এই মঅ্যাচের ফল ড্র ভিন্ন অন্য কিছু হওয়া প্রায় অসম্ভব। ফলে ব্যাট হাতে মধ্যাঞ্চলের ব্যাটসম্যানরা যতটা সম্ভব দ্রুত রান তোলার চেষ্টা করেছেন। রান তুলেছেন ওভার পিছু ৩.৫৪ রান করে।  

মধ্যাঞ্চলের হয়ে ওপেনিং জুটিতেই ১১৬ রান যোগ করেন দুই ওপেনার সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। দুজনেই ফিফটি তুলে নিয়েছেন। ব্যক্তিগত ৬৭ রানে নাঈম ইসলামের বলে উইকেটরক্ষক ধীমান ঘোষের হাতে ক্যাচ দিয়ে ফিরেন শান্ত। বাকি সময়টা আব্দুল মজিদকে (৭*) নিয়ে নিরাপদে পাড়ি দেন সাইফ (৬৬*)। ৯ উইকেট হাতে রেখে মধ্যাঞ্চলের লিড ৩ রান।

এদিকে দিনের আরেক ম্যাচে দক্ষিণাঞ্চলের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে পূর্বাঞ্চল। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন ইয়াসির আলী। বল হাতে দক্ষিণাঞ্চলের হয়ে ২৬ রানে ৩ উইকেট তুলে নিয়েছেন পেসার আল-আমিন হোসেন। ২টি করে উইকেট পেয়েছেন আব্দুর রাজ্জাক ও মেহেদি হাসান।

জবাবে ওপেনার ফজলে মাহমুদের ফিফটিতে (৫৭*) ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে দিন শেষ করেছে দক্ষিণাঞ্চল। ২৯ রান নিয়ে অপরাজিত আছেন তুষার ইমরান। এখনো পূর্বাঞ্চলের চেয়ে ১২৬ রানে পিছিয়ে আছে দক্ষিণের দলটি।

বল হাতে পূর্বাঞ্চলের হয়ে ১ উইকেট করে তুলে নিয়েছেন ফরহাদ রেজা, আবু জায়েদ ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।