১৯৭৩ সালের জানুয়ারিতে ফারুখ ভারতীয় হিসেবে এই কীর্তি গড়েন। অজি সফর শেষে পান্তের রেটিং পয়েন্ট দাঁড়ালো ৬৭৩, যা ভারতীয় উইকেটরক্ষক হিসেবেও সর্বোচ্চ।
অজি সফরে চার টেস্টের সিডনিতে শেষ ম্যাচের প্রথম ইনিংসে ১৫৯ রানের বীরোচিত এক ইনিংস খেলেন পান্ত। আর পুরো সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫০ রান করে সেরা ২০-এ জায়গা করে নেন। এছাড়া উইকেটের পেছনে তিনি রেকর্ড ২০টি ক্যাচও নেন।
এদিকে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ হারায় ভারত। ২-১ ব্যবধানে জয়ের এই সিরিজে ভারতের হয়ে ব্যাটিংয়ে সবচেয়ে বড় অবদান রাখেন পূজারা। ৩টি সেঞ্চুরিসহ করেন সর্বোচ্চ ৫২১ রান। ফলে ৪ নম্বর থেকে অজি সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে হটিয়ে ৩-এ চলে আসেন তিনি।
শীর্ষে থাকা বিরাট কোহলি ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের পরই এখন পূজারার অবস্থান। সেরা দশে আর মাত্র একটি পরিবর্তন হয়েছে। দক্ষিণ আফ্রিকান এইডেন মার্করাম ৭ ধাপ এগিয়ে ১০ নম্বরে চলে এসেছেন।
বোলারদের মধ্যে সেরা দশে একধাপ করে উন্নতি করে দ.অাফ্রিকার ভারনন ফিল্যান্ডার, ভারতের রবিন্দ্র জাদেজা ও নিউজিল্যান্ডে টিম সাউদি যথাক্রমে ৩, ৫ ও ৮-এ আছেন। শীর্ষে আছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
অলরাউন্ডার র্যাংকিংয়ে যথাক্রমে শীর্ষেই আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
সিরিজ জিতে দেশ হিসেবে শীর্ষেই আছে ভারত। তবে পাঁচে থাকা অজিরা হারলেও তাদের কোনো পরিবর্তন হয়নি।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ০৮ জানুয়ারি, ২০১৯
এমএমএস