পাকিস্তানের সামনে ৩৮১ রানের বিশাল লক্ষ্য দেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন কিছুটা হলেও স্বস্তিতেই শেষ করে পাকিস্তান।
একই ওভারে ফিরে যান বাবর আজম আর সরফরাজকে। তাদের ফিরিয়েই তান্ডবের সূচনা করেন অলিভিয়ের। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচ অনেকটাই নিজেদের দিকে নিয়ে নেয় স্বাগতিকরা। বেশ কিছুটা সময় শাদাব খান এক প্রান্ত আগলে রেখে হারের ব্যবধান কিছুটা হলেও কমিয়েছেন। রাবাদা ও অলিভিয়েরের তোপে বাকি ব্যাটসম্যানরা শুধুই আসা যাওয়ার মধ্যে থেকেছেন।
মোহাম্মদ আব্বাস প্রান্ত বদল করতে গিয়ে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে শেষ হয় পাকিস্তানের ইনিংস। প্রথম সেশনেই ২৭৩ রানে অলআউট হয় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। শাদাব খান ৪৭ রানে অপরাজিত ছিলেন শুধু।
এই জয়ে নিউজিল্যান্ড ও ইংল্যান্দকে পেছনে ফেলে টেস্ট র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে হোয়াইটওয়াশ হয়ে সাতে নেমে গেছে পাকিস্তান।
পুরো সিরিজে দুর্দান্ত বোলিং করা অলিভিয়ের হন সিরিজ সেরা। আর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা কুইন্টন ডি ককের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এমকেএম