ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি চারদিনের ম্যাচ খেলতে এক মাসের সফরে বাংলাদেশে আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে সবাইকে অবাক করে দিয়ে দলে জায়গা পাননি যুব দলের নিয়মিত অধিনায়ক তৌহিদ হৃদয় ও পেসার শরিফুল ইসলাম। যুব বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন হৃদয়।

সিলেট সিক্সার্সের হয়ে তৌহিদ ও খুলনা টাইটান্সের হয়ে শরিফুল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার কারণে দলের বাইরে আছেন।

নতুন অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান যুব বিশ্বকাপ ও এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করার পুরস্কার হিসেবেই বড় দায়িত্ব পান। তার সহকারী হিসেবে থাকবেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার শামীম হোসেন।

রোববার (২০ জানুয়ারি) বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। সেদিনই কক্সবাজার চলে যাবে দল। ২৫ জানুয়ারি সেখানেই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল।

২৭ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। ২৯ ও ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি হবে তিনটি ওয়ানডে। সীমিত ওভারের সবকটি ম্যাচের ভেন্যু কক্সাবাজার স্টেডিয়াম।

এরপর চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ থেকে ১০ ফেব্রুয়ারি ও ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিনের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরে যাবে ইংল্যান্ড দল।

বাংলাদেশ দল: আকবর আলী (অধিনায়ক), মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, অমিত হাসান, শামীম হোসেন (সহ-অধিনায়ক), শাহাদাত হোসেন, রকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মোহাম্মদ রিশাদ হোসেন, রুহেল আহমেদ, মোহাম্মদ শাহিন আলম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব।

স্ট্যান্ড বাই: সাজিদ হোসেন সিয়াম, মিনহাজুর রহমান মোহোনা, মুজাক্কির হুসেন, আসাদুল্লাহ হিল গালিব, ফজলে রাব্বী।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।