ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের সামনে ১৩৬ রানের লক্ষ্য দিলো মুশফিকরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
সাকিবদের সামনে ১৩৬ রানের লক্ষ্য দিলো মুশফিকরা ঢাকা-চিটাগং। ছবি: শোয়েব মিথুন

প্লে অফ পর্বের প্রথম ম্যাচে (এলিমিনেটর) মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। গ্রুপ পর্বের মুখোমুখি দুই ম্যাচেই জয় পাওয়া চিটাগং ম্যাচেই টস জয় দিয়ে শুরু করে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ঢাকার সামনে ১৩৬ লক্ষ্য দেয় চিটাগং।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলেও খুব বেশি সময় সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি চিটাগংয়ের ব্যাটসম্যানরা। ওপেনার ইয়াসির আলী ও ক্যামেরন ডেলপোর্ট ২২ রান করেন উদ্বোধনী জুটিতে হবে।

এই জুটি ভাঙেন রুবেল হোসেন। মাত্র ৮ রানেই ইয়াসির আলীকে ফিরিয়ে দেন রুবেল।

অপর প্রান্তে থাকা ডেলপোর্ট বড় স্কোরের আভাস দিলেও তা করতে পারেননি। ৩৬ রানে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে ফেরেন তিনি। অধিনায়ক মুশফিকও পারেননি দলকে সাহায্য করতে। মাত্র ৮ রানে নারাইনের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া ২৪ রান আসে সাদমান ইসলামের ব্যাট থেকে। এছাড়া বলার মতো স্কোর নেই আর কারোই।

ঢাকার হয়ে একাই ৪ উইকেট তুলে নেন সুনীল নারাইন। বিনিময়ে দেন ১৫ রান। এছাড়া রুবেল হোসেন ও কাজী অনিক।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯

এমকেএম 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।