এমনটি নিশ্চিত করেছেন নিউজল্যান্ড সফরে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে থাকা খালেদ মাসুদ পাইলট।
বিপিএলে লিগ পর্ব ও এলিমিনেটর পর্বে বাদ পড়া দলে থাকা জাতীয় দলের খেলোয়াড়রা বাড়তি সময় পাবে নিউজিল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে।
দ্বিতীয় কোয়ালিফয়ার ও ফাইনালের জন্য ক্রিকেট দলের আরেক অংশ ব্যস্ত থাকায় তারা আগামী বুধবার যেতে পারেছ না। ফলে দলের বাকি ক্রিকেটাররা বিপিএল ফাইনাল শেষে আগামী ৯ ফ্রেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।
তিন ম্যাচ সিরিজের ওয়ানডে শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। আর টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।
এদিকে গোড়ালির ইনজুরি কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। তবে তার পারিবর্তে কে যাবে সফরটিতে তা এখনো জানায়নি বিসিবি।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
আরএআর/এমএমএস