ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ক্রিকেট

দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন শুভাগত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন শুভাগত শুভাগত। ছবি: শোয়েব মিথুন

টানা দুই ম্যাচে দুটি ঝড়ো ইনিংস খেললেন। দ্বিতীয় ম্যাচে তো একেবারে রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটির অনন্য রেকর্ডটি এখন শুভাগত হোম চৌধুরীর। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টায়েন্টিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের এই ব্যাটসম্যান।

টর্নেডো ইনিংস খেলা শুভাগত শেষ পর্যন্ত ১৮ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৬টি ছক্কার মার।

তার ও তৌহিদ হৃদয়ের (৪১ বলে ৬৬)ব্যাটে চড়ে মিরপুর শের ই বাংলায় নির্ধারিত ২০ ওভার শেষে প্রথমে ব্যাট করা শাইনপুকুর ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের বিশাল সংগ্রহ পায়।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে আগের দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল মুমিনুল হকের। ২০১৩ সালে জাতীয় দল বনাম ‘এ’ দলের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে ‘এ’ দলের হয়ে এই মিরপুরেই ১৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন মুমিনুল।

এর আগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১০ বলে ৩২ রান করেছিলেন শুভাগত।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।