ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আমার স্বপ্ন ছিল: জাহানারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আমার স্বপ্ন ছিল: জাহানারা জাহানারা আলম-ছবি: সংগৃহীত

প্রথম কোনো বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন জাহানারা আলম। ভারতের নারী টি-টোয়েন্টি লিগ তথা ‘নারীদের আইপিএল’র দল ‘ভেলেসিটি’র হয়ে খেলবেন তিনি। এমন সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত এই টাইগ্রেস ডানহাতি পেসার।

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়ার অনুভূতি জানতে চাইলে বাংলানিউজকে জাহানারা বলেন, ‘আমি খুই আনন্দিত যে এরকম একটা ফ্রাঞ্চাইজি লিগে চান্স পেয়েছি খেলার জন্য। গত বছর ভালো খেলায় সুযোগ পেয়েছি।

এটার অনুভূতিটা আসলে অন্য রকম। সবারই স্বপ্ন থাকে নিজ দেশে ভালো খেলার পর অন্য দেশের টুর্নামেন্টে খেলার। আমি খুবই উচ্ছ্বসিত। ’
 
ভারতে নারী ক্রিকেটের বড় তারকাদের বিপক্ষে খেলবেন জাহানারা। তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করাটা বড় পাওয়া বলে মনে করেন তিনি। বললেন, ‘এটা আমার জীবনের বড় একটা অভিজ্ঞতা হবে। বড় বড় ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করবো। আমি যেই দলে খেলবো সেই দলের অধিনায়ক মিতালি রাজ। এছাড়া আরও বড় ক্রিকেটারদের প্রতিপক্ষ হিসেবে পাবো, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। এই অভিজ্ঞতাগুলো আমার টিমমেটদের সাথে শেয়ার করবো। এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হবে। ’
 
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৩০টি আর টি-টোয়েন্টিতে ৩৯টি উইকেট নেওয়া জাহানারা ‘ভেলোসিটি’র একাদশে সুযোগ পেলে ভালো কিছু করতে চান। নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমার লক্ষ্য থাকবে বাংলাদেশের নারী দলের সুনাম অক্ষুন্ন রাখা। যে দলের হয়ে খেলছি সেই দলের জয়ে অবদান রাখার চেষ্টা করবো।  যেহেতু আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো সেহেতু আমার পারফর্মেন্স দিয়ে নিজের দেশকে তুলে ধরবো যাতে করে পরবর্তীতে আরও বাংলাদেশি ক্রিকেটার সেখানে খেলতে পারে। ’
 
আগামী ৬ মে থেকে ১১ মে ভারতের জয়পুরে হবে এই টি-টোয়েন্টি লিগ। গতবার শুরু হওয়া এই টুর্নামেন্টে ‘ট্রেইলব্লেজার্স’ ও ‘সুপারনোভাস’ নামের দুটি দল অংশ নিয়েছিল। এবার আরও একটি দল তথা ‘ভেলেসিটি’ অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।