ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গোপালের হ্যাটট্রিকের ম্যাচে কোহলিদের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, মে ১, ২০১৯
গোপালের হ্যাটট্রিকের ম্যাচে কোহলিদের বিদায় ছবি: সংগৃহীত

প্রবল বৃষ্টির কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি দু’দলের জন্য ৫ ওভার করে নির্ধারণ করা হয়। তবে খেলার দ্বিতীয় ইনিংসে ফের বৃষ্টি এলে দু’দলকে এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। আর এর ফলেই চলমান আইপিএল আসরে প্রথম দল হিসেবে বিরাট কোহলিদের বিদায় নিশ্চিত হলো।

এম চিন্নাসামি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৬২ রান করে স্বাগতিক আরসিবি। কোহলি ২৫ ও এবি ডি ভিলিয়ার্স ১০ রান করেন।

তবে এ দু’জনসহ মার্কাস স্টোইনিসকে পরপর তিন বলে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন শ্রেয়াস গোপাল।  

গোপাল ছাড়া রাজস্থান বোলারদের মধ্যে ওশানে টমাস দু’টি এবং পরাগ ও উনাদকাট একটি করে উইকেট পান।  

জবাবে ব্যাট করতে নামা সফরকারীদের ৩ দশমিক ২ ওভারে ফের বৃষ্টি নামলে ম্যাচটি আম্পায়াররা নো রেজাল্ট হিসেবে বিবেচনা করেন। এসময় রাজস্থান এক উইকেট হারিয়ে ৪১ রান করেছিল। সাঞ্জু স্যামসন ১৩ বলে ২৮ রান করেন।  

১৩ ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া কোহলিদের বিদায় নিশ্চিত হলো। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে রয়েছে রাজস্থান।  

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, মে ০১, ২০১৯
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।