ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ব্যাটে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মে ১, ২০১৯
সাকিবের ব্যাটে পাকিস্তানকে হারালো বাংলাদেশ ছবি: সংগৃহীত

ব্যাট হাতে সাকিব শাহরিয়ারের দুর্দান্ত দুই ইনিংসে ভর করে সফরকারী পাকিস্তান দলকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দল।

ফতুল্লাহ’র খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম তিনদিনের ম্যাচে ব্যাট হাতে নায়ক সাকিব। আর দুই ইনিংসে অসাধারণ বোলিং করে পার্শ্ব-নায়কের ভূমিকায় ছিলেন মুশফিক হাসান, আশিকুর রহমান ও মাহফুজুর রহমান রাব্বি।

ম্যাচের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের যুবারা নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১১০ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২০ রানের। এমন সহজ লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় বাংলাদেশ। ৬৫ রানের ইনিংস খেলে মূল কাজটা সেরে রাখেন সাকিব। বাকি কাজটুকু সারেন অধিনায়ক রিহাদ খান (১৮)।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৪৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বল হাতে বাংলাদেশের মুশফিক ৩৭ রানে নেন ৪ উইকেট। ২ উইকেট যায় আশিকুর রহমানের দখলে।  

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান আসে সাকিবের ব্যাট থেকে। পাকিস্তানের খালেদ খান নেন ৩৩ রান খরচে ৫ উইকেট।
 
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান আসে সামির সাকিবের (৪৮) ব্যাট থেকে। আগের ইনিংসে ২ উইকেট তুলে নেওয়া আশিকুর এবার তুলে নেন ২১ রান খরচে ৪ উইকেট। ৩৮ রানে সমান ৪ উইকেট নেন রাব্বি।

দুই ইনিংসে দলের সর্বোচ্চ রান সংগ্রহ করা সাকিব ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ০১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।