ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্রাজিল নাকি আর্জেন্টিনা, ক্রিকেটে সেরা কে?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, মে ৪, ২০১৯
ব্রাজিল নাকি আর্জেন্টিনা, ক্রিকেটে সেরা কে? ব্রাজিল ও আর্জেন্টিনা ক্রিকেট দল-ছবি: সংগৃহীত

ফুটবলে সেরা কে? কেউ বলবে ব্রাজিল আবার কেউবা বলবে আর্জেন্টিনা। এই দুই দলে খেলেন আবার সময়ের দুই সেরা তারকা মেসি ও নেইমার। বিশ্বকাপ এলে এই সেরার তর্কটা জমে উঠে জোরেশোরে। যদি ক্রিকেট বিশ্বকাপের আগে প্রশ্নটা হয় এমন, ক্রিকেটে সেরা কে? আর্জেন্টিনা নাকি ব্রাজিল?

উত্তর দিতে গিয়ে ভাবনায় পড়বেন না এমন মানুষ খুব কমই আছেন। উল্টো প্রশ্ন আসতে পারে, আর্জেন্টিনা-ব্রাজিল ক্রিকেট খেলে নাকি? প্রশ্নটা অমূলক নয়।

মূলত দুই দেশকে আমরা চিনি ফুটবল পরাশক্তি হিসেবে। তবে ক্রিকেট আজ গুটি কয়েক দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। ছড়িযে পড়েছে ইউরোপ-আমেরিকা মহাদেশে। ব্রাজিল-আর্জেন্টিনার মতো ক্রিকেট খেলে লাতিন আমেরিকার অনেক দেশ। এমনকি ফুটবল পরাশক্তি হিসেবে বিবেচিত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামও আছে সেই তালিকায়।

ফুটবল ইতিহাসে ব্রাজিল বিশ্বকাপ জিতেছে পাঁচবার। দুইবার আর্জেন্টিনা। ট্রফির মতো বর্তমান ফিফা র‍্যাংকিংয়ে এগিয়ে আছে ব্রাজিল। ১৬৭৬ রেটিং নিয়ে তৃতীয় স্থানে সেলেকাওরা। ১১তম স্থানে থাকা আর্জেন্টিনার রেটিং ১৫৮০।  

তবে আইসিসির ক্রিকেট র‍্যাংকিংয়ে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের চেয়ে ঢের এগিয়ে আছে আকাশী-নীলরা। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ৩১ রেটিং নিয়ে ৫৬তম স্থানে আছে আর্জেন্টিনা।

শুক্রবার (০১ মে) প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে তালিকাভুক্ত ৮০ দলের মধ্যে ব্রাজিলের অবস্থান বেশ নিচের দিকে। ১২ রেটিং পয়েন্ট নিয়ে আছে ৬৯তম স্থানে।

তবে দুই ফুটবল পরাশক্তি ক্রিকেট বিশ্বকাপের স্বপ্ন দেখা দূর থাক, এখনো ওয়ানডে স্ট্যাটাসও অর্জন করতে পারেনি।

বাংলাদেশ সময়: ২০১২ ঘন্টা, মে ০৩, ২০১৯ 
ইউবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।