ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরি করে উইন্ডিজকে আশা দেখাচ্ছেন হোপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, মে ৭, ২০১৯
সেঞ্চুরি করে উইন্ডিজকে আশা দেখাচ্ছেন হোপ শাই হোপ

উইন্ডিজের শুরুটা হয়েছিল দুর্দান্ত। মাঝে পরপর দুই ওভারে মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের আঘাতে কিছুটা ছন্দপতন। কিন্তু অপরপ্রান্তে অটল শাই হোপ। ওপেনিং জুটিতে সুনীলকে নিয়ে ৮৯ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত পাইয়ে দিয়েছিলেন, পরে ১২৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে দিচ্ছেন বড় সংগ্রহের আশা।

হোপের ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটি ১০ চার ও ১ ছক্কায় সাজানো। অন্য প্রান্তে তার সঙ্গী রোস্টন চেজ অপরাজিত আছেন ৪৯ রানে।

চেজের সঙ্গে হোপের জুটি ১০৬ রানের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১৯৬ রান।

সেঞ্চুরি করার পথে ওয়ানডে ক্রিকেটে নিজের ২০০০ রান পূর্ণ করেন শাই হোপ। ৫১তম ম্যাচ আর ৪৭তম ইনিংসেই এই মাইলফলক স্পর্শ করলেন এই ওপেনার। উইন্ডিজের হয়ে সবচেয়ে দ্রুততম সময়ে এই কীর্তি গড়ার পথে তিনি ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় গ্রেট ভিভ রিচার্ডকেও (৪৮ ইনিংস)।

এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ৮৯ রান তুলে ফেলা উইন্ডিজের প্রথম উইকেট তুলে নেন টাইগার স্পিনার মিরাজ। ইনিংসের ১৭তম ওভারে নিজের প্রথম ওভার করতে এসে ক্যারিবীয় ওপেনার সুনীল অ্যামব্রিসকে (৩৮) মাহমুদউল্লাহ’র ক্যাচ বানিয়ে ফেরান তিনি। পরের ওভারেই ড্যারেন ব্র্যাভোকে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন সাকিব।

মঙ্গলবার (৭ মে) ডাবলিনে ক্যাসেল অ্যাভিনিউয়ে জয় দিয়ে সিরিজ শুরুর প্রত্যাশা নিয়ে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় মাঠে নেমেছে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেন ডওরিচ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, সুনীল অ্যামব্রিস, অ্যাশলে নার্স, জেসন হোল্ডার (অধিনায়ক), কেমার রোচ, শেলডন কোটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।