ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মে ৮, ২০১৯
২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া-ছবি: সংগৃহীত

২০১৯-২০ গ্রীষ্মের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে গত ৪১ বছরের মধ্যে প্রথমবার এই মৌসুমটি ২০২০ সালের মার্চ পর্যন্ত নেওয়া হয়েছে। অজিদের এই সূচিতে এফটিপি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা রয়েছে।

আসছে গ্রীষ্মে ঘরের মাঠে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। যেখানে প্রতিশ্রুতি অনুযায়ী জানুয়ারিতে ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে তারা।

এই সিরিজটির জন্যই কিউইদের সঙ্গে ঐতিহাসিক চ্যাপেল-হ্যাডলি ওয়ানডে সিরিজটি পেছাতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়ান বোর্ড।

এদিকে ঘরের মাঠ ও ভারত সূচির বিস্তারিত জানালেও ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফরে সীমিত ওভারের সিরিজের ব্যাপারে তেমন কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। আর ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টায়েন্টি ও দুটি টেস্টের সূচি রয়েছে। সর্বশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট ও তিন ম্যাচে ওয়ানডে খেলবে ক্যাঙ্গারুরা।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।