ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উইন্ডিজের বিপক্ষে আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, মে ১৩, ২০১৯
উইন্ডিজের বিপক্ষে আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের পাহাড়সম ৩২৭ রানের ইনিংসও আটকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজকে। টানা দুই ম্যাচের সেঞ্চুরিয়ান শাই হোপ এদিন জ্বলে না উঠলেও সুনিল অ্যামব্রিজের ঝড়ো সেঞ্চুরি আইরিশদের বিপক্ষে টানা দ্বিতীয় জয় এনে দিয়েছে ক্যারিবিয়ানদের।

তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে ৯ পয়েন্ট নিয়ে ত্রিদেশীয় সিরিজের তালিকার শীর্ষে জেসন হোল্ডারের দল। সোমবার (১৩ মে) ডাবলিনে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।

অবশ্য টাইগারদের বিপক্ষে প্রথম সাক্ষাতে ৮ উইকেটে হারে উইন্ডিজ।
 
তবে দুই দলের প্রধান প্রতিপক্ষ এখন বৃষ্টি। ডাবলিনের বৃষ্টির বাগড়া ভবিষ্যৎবাণী ছাড়াই নেমে আসে। আইরিশদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে মাঠে নামা হয়নি তামিম-সাকিবদের। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ২ ম্যাচে ১ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ।
 
প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে জয়ের সুখ স্মৃতিটা নিজেদের তৃতীয় ম্যাচেও ফুটিয়ে তোলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। ওপেনিংয়ে এরই মধ্যে ধারাবাহিকতা দেখিয়েছেন তামিম ইকবাল-সৌম্য সরকার। মিডল অর্ডারেও আত্মবিশ্বাস অটুট আছে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানদের।
 
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দলের বোলিং লাইন-আপ প্রথম ম্যাচের শুরুতে কিছুটা বিধ্বস্ত দেখালেও শেষ দিকে ঠিকই জ্বলে উঠেছে। ডাবলিনের উইকেট অবশ্য ব্যাটিং বান্ধব। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকেও ধুঁকতে হয়েছে শুরুতে।
 
উইন্ডিজের বিপক্ষে গত পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে বাংলাদেশ। সেটিই এখন সাহস যোগাচ্ছে মাশরাফিদের। তবে হোপ-অ্যামব্রিজের ভয়ঙ্কর হয়ে ওঠার আগে মূল কাজটা করতে হবে বোলারদেরই।
 
বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নামানোর চিন্তা-ভাবনা করলেও ক্যারিবিয়ানদের দলে পরিবর্তন আসতে পারে। ডানহাতি স্পিনার ফাবিয়ান অ্যালেনের পরিবর্তে বার্বাডোজ অলরাউন্ডার রেয়মন রেফারকে দলে নিতে পারেন হোল্ডার।
 
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
 
ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: সুনিল অ্যামব্রিজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল, শেনন গ্যাব্রিয়েল।
 
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মে ১২, ২০১৯
ইউবি/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।