ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মরগানকেই নেতৃত্বে দেখতে চান ইংল্যান্ড কোচ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
মরগানকেই নেতৃত্বে দেখতে চান ইংল্যান্ড কোচ  বিশ্বকাপ হাতে ইয়ন মরগান: ছবি-সংগৃহীত

ইয়ন মরগানের হাত ধরেই অবশেষে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন পূরণ হয়েছে। ইংল্যান্ড ক্রিকেটের সুদূরপ্রসারী ভবিষ্যতের জন্য এই আইরিশ বংশোদ্ভূতের হাতেই অধিনায়কত্বের দায়িত্বভার রাখতে চাচ্ছেন কোচ ট্রেভর বেইলিস।

লর্ডসে বিশ্বকাপ জয়ের পর ৩২ বছর বয়সী মরগান জানান, আগামী চার বছরের জন্য দলে তার জায়গায় তিনি সঠিক ব্যক্তি কিনা তা বিবেচনা করার জন্য সময় নিতে চান।

কিন্তু ২০২৩ ভারত বিশ্বকাপের আগে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়।

তার জন্য মরগানকে অধিনায়ক হিসেবে দেখতে চান বেইলিস। তার মধ্যে ঘরের মাটিতে ১ আগস্ট থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ। ইংল্যান্ড কোচ চান, অন্তত দ্বিতীয় শিরোপা জয়ে নেতৃত্ব দিক মরগান।

সোমবার (১৫ জুলাই) টিম হোটেলে বিশ্বকাপ জয় উদযাপন শেষে ওভালে বেইলিস বলেন, ’১২ মাসের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে, যেখানে আমি নিশ্চিত সে তার জন্য অধিনায়ক হিসেবে থাকবে। তবে সব সিদ্ধান্ত তার ব্যক্তিগত বিষয়। মর্গস (মরগান) কেবল দলটির খেলোয়াড়দের অধিনায়কই নয় সে মাঠের বাইরেও একজন অধিনায়ক। সে এমন একজন যে দলকে সত্যিকারভাবে দলকে সামনে নিয়ে যাচ্ছে। ’

কোচ বেইলিসের সঙ্গে গলা মিলিয়েছেন জো রুটও। ইংল্যান্ডের সহ-অধিনায়ক বলেন, ‘আমি মনে করি সে (মরগান) অধিনায়কত্ব বজায় রাখবে। সে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছে। আমাদের যত অধিনায়ক এসেছেন তার মধ্যে সেই সেরা। তাকে সবাই ভালবাসে। ’

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯ 
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।