ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাথুরুসিংহের সঙ্গে বিসিবির কোনো কথাই হয়নি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
হাথুরুসিংহের সঙ্গে বিসিবির কোনো কথাই হয়নি চন্ডিকা হাথুরুসিংহে-ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ নিয়োগে সময় নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ মেয়াদে কোচ নিয়োগ করতে চায় বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি, আর সেই জন্যই দেখেশুনে কাজটা করতে শেষ করতে চায় বোর্ড। বুধবার (২৪ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এসব কথা জানান।

পাপান বলেন, ‘কোচ নিয়ে আমাদের প্রক্রিয়া চলছে। শুধু তো হেড কোচ না, ফাস্ট বোলিং কোচ আছে, ফিজিও আছে একাধিক নিয়োগ প্রক্রিয়া।

আমরা এবার একটু ঠাণ্ডা মাথায় বুঝেশুনে নিয়োগ দিতে চাচ্ছি। শুধু নাম দেখে নয় অতীত অভিজ্ঞতা দেখেও নয়, বুঝেশুনেই নিয়োগ দেবো। ’

তবে সম্ভাব্য হেড কোচের তালিকায় শ্রীলঙ্কার সাবেক টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহের নাম গুঞ্জনে উঠলে তার বিষয়ে বোর্ড সভাপতি বলেন, ‘হাথুরুর সাথে আমাদের কোনো কথাই হয়নি। এখন তো সিরিজ চলছে এখন কথা বলাই নিষেধ। তবে সিরিজ শেষে সে যদি আগ্রহ দেখায় তখন বিবেচনা করব। সেও তখন প্রধান কোচের প্রার্থী হবে। ’

তবে বোলিং কোচ নিয়োগ প্রায় শেষের দিকে। পাপন আরও বলেন, ‘বোলিং কোচ চলে এসছে। মোটমুটি আমরা শেষ পর্যায়ে। আমার মনে হয় আগামী ২৭ তারিখ বোর্ড মিটিংয়ে বসে ফাইনাল কিছু সিদ্ধান্ত নিতে পারব। ’

বোর্ডের দেওয়া হেড কোচ নিয়োগ বিজ্ঞপ্তি প্রেক্ষাপটে অনেক কোচই আবেদন করেছে। তবে পাপন জানিয়েছেন এর বাহিরেও অনেক কোচের সাথে যোগাযোগ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।