ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের ‘অভিষেক’-মালিঙ্গার বিদায়, কে রাঙাবেন?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
তামিমের ‘অভিষেক’-মালিঙ্গার বিদায়, কে রাঙাবেন? তামিম ইকবাল- লাসিথ মালিঙ্গা

মাত্রই শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। যথেষ্ট বিশ্রামও পাওয়া হয়নি। এমতাবস্থায় শ্রীলঙ্কার মাটিতে খেলতে নেমে স্বাভাবিকভাবেই চাপে থাকবে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল সেসব কিছুই ভাবতে চান না। ম্যাচের প্রথম বল থেকেই তিনি ভালো খেলতে চান, এমনটাই জানিয়ে দিয়েছেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরু শুক্রবার (২৬ জুলাই)। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি।

দুই দলের ভাবনাতেই আছে সিরিজ জয়। তবে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক চান ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে। বৃহস্পতিবারের (২৫ জুলাই) সংবাদ সম্মেলনেও সেটাই স্পষ্ট বুঝিয়ে দিলেন।  

তামিম বলেন, ‘এই মুহূর্তে লক্ষ্য হলো প্রথম সেশনটি ভালো করে শুরু করা। আমি সব সময় বলি যে স্টার্টিং লাইনের আগে যদি ফিনিশিং লাইন দেখা শুরু করি তাহলে সেটি একটি সমস্যা। আমাদের একটি ভালো শুরু করতে হবে আগামীকাল। অবশ্যই আমাদের মূল লক্ষ্য থাকবে ম্যাচটি জেতার। আমরা এক ধাপ করে এগোতে চাই। আমরা অনেক দূর যেতে চাই। ’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটি তামিমের জন্য বিশেষ কিছু। সাদা পোশাকে এর আগে অধিনায়কের দায়িত্ব পালন করলেও এবারই প্রথম রঙিন পোশাকে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে এই ওপেনারের। তবে তামিমের শুরুর দিনে বিদায় নিতে যাচ্ছেন লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা।  

তামিম যেমন নিজের প্রথম ম্যাচ জয় দিয়ে রাঙাতে চাইছেন, শ্রীলঙ্কা দলও চাইছে মালিঙ্গাকে সুখ-স্মৃতি দিয়ে বিদায় জানাতে। তবে এসব কিছুতেই বাধা হয়ে আসতে পারে বৃষ্টি। কলম্বোর আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা আছে। ইংল্যান্ড বিশ্বকাপের মতোই বাংলাদেশ-শ্রীলঙ্কার এ ম্যাচটিও ভেসে গেলে দুই দলেরই হতাশার শেষ থাকবে না।  

শক্তির বিচারে আভিস্কা ফার্নান্দো-কুশল পেরেরা, আকিলা ধনঞ্জয়া-লাহিরু কুমারাদের নিয়ে ভালো এক দল তাদের। তবে বাংলাদেশও পিছিয়ে নেই।  

তবে সাকিব আল হাসানের অভাব থেকে যাবে নিশ্চিত। দুর্দান্ত এক বিশ্বকাপ শেষে সাকিব আছেন বিশ্রামে। মাশরাফি-সাইফউদ্দিন ইনজুরি নিয়ে ছিটকে গেছেন। লিটন দাস বিয়ের কারণে ছুটি নিয়েছেন। অর্ধ-শক্তির দলকে তাই তাদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে।  

সর্বশেষ তিন ম্যাচের ফল অবশ্য বাংলাদেশের পক্ষে। তবে কলম্বোর পি সারা স্টেডিয়ামে টস বেশ গুরুত্বপূর্ণ। সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে প্রথমে ব্যাট করা দল জিতেছে এখানে। তাই অপেক্ষা করতে হবে কাদের ভাগ্যে টস কথা বলে তার জন্য।

বাংলাদেশের চূড়ান্ত দল: 
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও শফিউল ইসলাম।

শ্রীলঙ্কার চূড়ান্ত দল:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসাল পেরেরা, আভিষেক ফার্নান্দো, কুসাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, শেহান জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইশুরু উদানা।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এমকেএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।