ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুরুতেই তামিম-সৌম্যকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
শুরুতেই তামিম-সৌম্যকে হারালো বাংলাদেশ .

দলীয় ২৬ রানে নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সৌম্য সরকার। এরপর ৫ রান যোগ হতে না হতেই ইসুরু উদানার বলে বোল্ড হন তামিম ইকবাল। ফলে ৩১ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখার সময় ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫০ রান যোগ করেছে বাংলাদেশ।

এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রোববার (২৮ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

লঙ্কানদের বিপক্ষে সিরিজ টিকে থাকলে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই তামিদের। প্রথম ম্যাচে ৯১ রানে টাইগারদের হারিয়ে লাসিথ মালিঙ্গাকে চমৎকার বিদায়ী উপহার দিয়েছে দিমুথ করুনারত্নের দল।

সিরিজে সমতা আনতে হলে নেতৃত্ব ও ব্যাটিংয়ে নৈপুণ্য দেখাতে হবে অধিনায়ক তামিমকে। যদিও ব্যাট হাতে তিনি আবারও ব্যর্থ হয়েছেন। এছাড়া বল হাতে মোস্তাফিজুর রহমান-শফিউল ও তাইজুল-মিরাজরা জ্বলে উঠলে জয় ফিরে পাওয়া সম্ভব। নয়তো আজকেই শিরোপা নিজেদের করে নেবে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান

শ্রীলঙ্কার একাদশ: অভিষকা ফার্নান্দো, দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, লাহিরু কুমারা, আকিলা ধনঞ্জয়া, ইসুরু উদানা ও নুয়ান প্রদীপ

 বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমএমইউ/এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।