ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ ছবি-সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদও (৬) পারলেন না খাদে পড়া বাংলাদেশকে উদ্ধার করতে। দলীয় ৬৮ রানের মাথায় আকিলা ধনাঞ্জয়ার দ্বিতীয় শিকারে পরিণত হোন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

এই রিপোর্ট লেখা পযর্ন্ত ২০.৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মুশফিকুর রহিম (১৮) এবং  সাব্বির রহমান (৪)।

 

এর আগে দলীয় ২৬ রানে নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সৌম্য সরকার (১১)। এরপর স্কোরবোর্ডে আর ৫ রান যোগ হতেই ইসুরু উদানার বলে বোল্ড হন অধিনায়ক তামিম ইকবাল (১৯)। ধনাঞ্জয়ার বলে কুশল মেন্ডিসের তালুবন্দী হয়ে দুই ওপেনারের দেখানো পথে হাঁটেন মোহাম্মদ মিঠুন (১২)।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রোববার (২৮ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

লঙ্কানদের বিপক্ষে সিরিজ টিকে থাকলে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই তামিমদের। প্রথম ম্যাচে ৯১ রানে টাইগারদের হারিয়ে লাসিথ মালিঙ্গাকে চমৎকার বিদায়ী উপহার দিয়েছে দিমুথ করুনারত্নের দল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান

শ্রীলঙ্কার একাদশ: অভিষেক ফার্নান্দো, দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, লাহিরু কুমারা, আকিলা ধনঞ্জয়া, ইসুরু উদানা ও নুয়ান প্রদীপ

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।