গত রোববার (২৮ জুলাই) ইংল্যান্ডের বিপক্ষে নারী অ্যাশেজ টি-টোয়েন্টিতে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন পেরি। পৌঁছে যান ১০০০ রানের ঘরে।
এর আগে গত বছর নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের নেট স্কিভারকে সাজঘরে ফিরিয়ে ১০০ উইকেটের মালিক হন পেরি।
টি-টোয়েন্টিতে পুরুষ ক্রিকেটারদের মধ্যে ১৪১৬ রান ও ৯৮ উইকেট নিয়ে সবার শীর্ষে আছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এর পরের স্থানটা সাকিব আল হাসানের। বিশ্বের সেরা অলরাউন্ডার ১৪৭১ রানের পাশাপাশি নিয়েছেন ৮৮ উইকেট। এবার বিশ্বের সেরা দুই তারকাকে পেছনে ফেলে দিলেন পেরি।
পেরির নৈপুণ্যে স্বাগতিক ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া নারী দল। সিরিজের তৃতীয় ও ফাইনাল ম্যাচ হবে বুধবার, ব্রিস্টলে।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ইউবি/এমএমএস