লঙ্কানদের ছুড়ে দেওয়া ২৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানেই ওপেনার তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। টানা ৬ ম্যাচে বোল্ড হওয়ার লজ্জার পর এবার তিনি আউট হয়েছেন ক্যাচ তুলে দিয়ে।
বাংলাদেশের দুই ওপেনারের দেখিয়ে যাওয়া পথেই হেঁটেছেন মুশফিক (১০), মোহাম্মদ মিথুন (৪) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৯)। তিনজনই শাকানার বলে ক্যাচ দিয়ে ফিরেছেন। এরপর উইকেট বিলিয়ে দেওয়ার মিছিলে যোগ দেন সাব্বির রহমান (৭) ও মিরাজও (৮)। বাকিদের মাঝে একমাত্র ব্যতিক্রম সৌম্য। তার ব্যাট থেকে এসেছে প্রতিরোধ। কিন্তু তা মোটেও যথেষ্ট হয়নি।
এর আগে শুরুতে ফিল্ডিং করতে নেমে ক্যাচ মিস, বাজে লাইন-লেন্থ মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচেও বোলিংয়ে হতাশা ছড়ায় বাংলাদেশ। আর এই সুযোগে ব্যাট হাতে ঝড় তুললেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিসরা।
নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ব্যাট হাতে ৮৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সাবেক লঙ্কান অধিনায়ক ম্যাথিউস। ফিফটি তুলে নিয়েছেন কুশল মেন্ডিস। ফিফটি ছুঁইছুঁই ইনিংস খেলেছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে (৪৬) ও টপ অর্ডার ব্যাটসম্যান কুশল পেরেরা (৪২)।
বল হাতে ৯ ওভারে ৫৬ রান তুলে নিয়ে সবচেয়ে সফল বোলার সৌম্য। ৩ উইকেট পেয়েছেন শফিউলও। তবে তিনি ১০ ওভারে খরচ করেছেন ৬৮ রান। ১ উইকেট করে গেছে রুবেল ও তাইজুলের ঝুলিতে।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমএইচএম