টাইগার অধিনায়ক তামিম ইকবাল/ছবি- সংগৃহীত
বাংলাদেশের খারাপ সময় যেন কাটছেই না। বিশ্বকাপের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে পরাজয়ের পর থেকেই শুরু হয়েছে বাজে সময়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন টাইগাররা। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছে।
তিন ম্যাচ সিরিজে বুধবার (৩১ জুলাই) শেষ ওয়ানডেতে লঙ্কানদের কাছে ১২২ রানের বড় ব্যবধানে হেরেছে তামিমের দল।
যদিও ম্যাচ শেষে ব্যর্থতার দায় স্বীকার করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
তিনি বলেন, ‘প্রথম দিন থেকেই আমি বলে আসছি আমাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমি ১২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। দলের অন্যান্য যারা আছেন তারা জাতীয় দলে অনেক বছর ধরে খেলছেন। এটা খুই হতাশাজনক যখন দলের জন্য দায়িত্বটা নেওয়া প্রয়োজন ছিল তখন আমরা কেউই দায়িত্বটা নিতে পারিনি। এখান থেকেই শিক্ষা নিয়ে পরবর্তীতে ঘুরে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। ’
বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে ব্যক্তিভাবে দারুণ ব্যর্থ তামিম। পাননি রানের দেখা। তবে ‘ফিরে’ আসার প্রত্যয়ের কথা জানান তিনি। তামিম বলেন, ‘বিশ্বকাপের শুরু থেকেই সময়টা ভালো যাচ্ছে না আমার। তবে এমন নয় যে আমি চেষ্টা করিনি। আমি চেষ্টা করেছি ভালো করার জন্য, কিন্তু সেটা যথেষ্ঠ ছিল না। ফিরে গিয়ে সময় নিতে চাই, এরপর নিজের দুর্বলতাগুলো নিয়ে কাজ করে আবারও ফিরে আসতে চাই। ’
বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে দেশে ফিরবে বাংলাদেশ দল।
বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
আরএআর/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।