বাংলাদেশের সামনে ১৪৮ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা দল। ব্যাটিং পাওয়ার প্লে'র ৬ ওভারে উইকেটহীন ৩১ রান তুলে জয়ের স্বপ্নটা বড় করছিলো বাংলাদেশ ইমার্জিং ওম্যান্স দল।
তবে দক্ষিন আফ্রিকার হামানসকারায় শেষ ৬ বলে ৯ রানের লক্ষ্য পূরন করতে পারেনি বাংলাদেশ। সেখুকুনের প্রথম বলে মুস্তারি এবং ৩য় বলে ফাহিমার ফিরে যাওয়ায় লক্ষ্যটা কঠিন হয়ে পড়ে। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। সানজিদা ২ রানের বেশি নিতে না পারায় টাই ম্যাচটি গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে বাংলাদেশ ইমার্জিং নারী দলের ১০/১ স্কোরের জবাব দিয়ে ৩ বল হাতে রেখে জিতেছে দক্ষিন আফ্রিকা ইমার্জিং নারী দল।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমকেএম