ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার প্রাথমিক টেস্ট দলে ফিরলেন চান্দিমাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
শ্রীলঙ্কার প্রাথমিক টেস্ট দলে ফিরলেন চান্দিমাল ছবি:সংগৃহীত

আসছে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের দলে ফিরেছেন দীনেশ চান্দিমাল। এর আগে লঙ্কানদের ঐতিহাসিক দক্ষিণ আফ্রিকা সফরে বাদ পড়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। যেখানে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো প্রোটিয়াদের মাটিতে ২-০তে সিরিজ জেতে দলটি।

তবে সম্প্রতি দেশের সেরা ঘরোয়া সীমিত ওভারের টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ৫৫.৭৫ গড়ে ২২৩ রান করেছেন সাবেক অধিনায়ক চান্দিমাল। এর সুবাদেই দলে ডাক পেলেন তিনি।

কিউইদের বিপক্ষে সিরিজে অবশ্য দিমুথ করুনারত্নেই নেতৃত্ব দেবেন। যেখানে এ বছরের ফেব্রুয়ারিতে প্রোটিয়া সফর ও বিশ্বকাপে তিনিই দলনেতার ভূমিকা পালন করেছেন। আর এই সিরিজ দিয়ে নিজেদের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

চান্দিমাল ছাড়াও আকিলা ধনঞ্জয়া ও দিলরুয়ান পেরেরাকেও প্রাথমিক দলে নেওয়া হয়েছে। এছাড়া বিশ্বকাপ ও বাংলাদেশ সিরিজ মিস করা লাহিরু কুমারা, দানুশকা গুনাথিলাকা, নিরোশান দিকভেলাও এ্ট স্কোয়াডে আছেন।

গলে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, নিরোশান দিকভেলা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো পেরেরা, ওশাদা ফার্নান্দো, দানুশকা গুনাথিলাকা, শেহান জয়সুরিয়া, চমিকা করুনারত্নে, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ এম্বুলডেনিয়া, লক্ষণ সান্দাকান, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, অসিথা ফার্নান্দো।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।