মূলত সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস থেকে রংপুর রাইডার্সে যোগ দেওয়ার পরই সমস্যা তৈরি হয়। বিসিবি জানিয়ে দিলো ফ্রাঞ্চাইজিগুলোকে নতুন করে চুক্তি করে তারপর দলবদল করতে হবে।
রংপুর রাইডার্সের হয়ে বিপিএলের শিরোপাজয়ী অস্ট্রেলিয়ান কোচ টম মুডি জানিয়েছেন, ‘গত ১২ বছর ধরে বিভিন্ন টি-টোয়েন্টি লিগের সঙ্গে যুক্ত আছি। এটা বুঝেছি এবং একটা জিনিস পরিষ্কার যে ফ্রাঞ্চাইজিগুলোর জন্য খেলার পরিবেশ ও নিয়মের ধারাবাহিকতা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ’
মুডি আরও বলেন, ‘এই বিষয়টা শুধু ফ্রাঞ্চাইজি কিংবা ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ন নয়। সমর্থকদের জন্যও গুরুত্বপূর্ন। তাদেরও জানা প্রয়োজন স্থানীয় ও আন্তর্জাতিক কোন ক্রিকেটার কোন ফ্রাঞ্চাইজির হয়ে খেলবে, তারা কোন দলকে সমর্থন করবে। এতে করে ফ্রাঞ্চাইজিগুলোর সমর্থক তৈরি হয়। যদি ইচ্ছেমতো নিয়ম পরিবর্তন করা হয় তবে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে টুর্নামেন্টের মান প্রশ্নবিদ্ধ হবে। ’
অন্যদিকে খুলনা টাইটান্সের কোচিং করানো সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনেও বিপিএলের নিয়ম পরির্বতনের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, প্রতি বছর এবং টুর্নামেন্ট চলার সময়ই এভাবে নিয়ম পরিবর্তন কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্যই ভালো হয় না। বিশ্বের অন্য সব টুর্নামেন্টে নিয়ম-কানুন ঠিক থাকে এবং সব ফ্র্যাঞ্চাইজি তা নিয়ে সন্তুষ্ট থাকে। ’
বিপিএলের ‘নতুম নিয়ম’ অনুযায়ী নিয়মনীতি তৈরি করা হবে চার মৌসুমের জন্য। তামিম ইকবাল, মুশফিকুর রহিম কিংবা ইয়ন মরগান যখন চুক্তিবদ্ধ হন তখন এই নিয়মনীতির কথা মনে হয়নি। সাকিবের দল পরিবর্তনের সময়ই মনে হল বিপিএলের নিয়মতো ছয় মৌসুমের জন্য ছিল। এখন আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে। অথচ পরবর্তী বিপিএল শুরুর তারিখ ঘোষণা করে দিয়েছে বিসিবি।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
আরএআর/এমএইচএম