ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নাঈমের ঘূর্ণিতে নাকাল শ্রীলঙ্কা ইমার্জিং দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
নাঈমের ঘূর্ণিতে নাকাল শ্রীলঙ্কা ইমার্জিং দল নাঈম হাসান-ফাইল ফটো

শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে বাংলাদেশ ইমার্জিং দল। চার দিনের এ ম্যাচে প্রথম ইনিংসে নামজুল হোসেন শান্ত’র সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ৩৬০ রানের বড় সংগ্রহ পায়। জবাবে নাঈম হাসানের ঘূর্ণিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা ১০১ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে। ফলে দ্বিতীয় দিন শেষে ২৫৯ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

বুধবার (২৮ আগস্ট) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২৩৩ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ ফের ব্যাটিংয়ে নামে। প্রথম দিন ১২৪ রানে অপরাজিত শান্ত এদিন আর ৯ রান যোগ করতেই বিদায় নেন।

তিনি ২৬৯ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ১৩৩ রান করেন। আর ৯ রানে অপরাজিত জাকির ৪৯ রান করে আউট হন।

শেষ পর্যন্ত বাংলাদেশ ১৩৫.৪ ওভারে ৩৬০ করে অলআউট হয়।

লঙ্কান বোলারদের মধ্যে রমেশ মেন্ডিস ৪টি উইকেট পান। এছাড়া আসিথা ফার্নান্দো ও কালানা পেরেরা দুটি করে উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা স্পিনার নাঈম হাসানের ঘূর্ণিতে নাকাল হন। দলীয় ৫৯ রানে ৪ উইকেট হারায় তারা। আর এই সবকটি উইকেটই নেন ডানহাতি এই তারকা নাঈম। দিন শেষে ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। পঞ্চম উইকেট জুটিতে ৪২ রান করে অপরাজিত থেকে বিপর্যয় সামাল দেন প্রোমোড মদুওয়ান্থা (২১) ও আশেন বান্দ্রা (২৩)।

১৬ ওভার বল করে ৭ মেডেনসহ ৩১ রানের বিনিময়ে ৪ উইকেট নেন নাঈম।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।