মেন্ডিসের অবসরের ব্যাপারটি নিশ্চিত করেছে লঙ্কান সংবাদমাধ্যম বিবিসি সিনহালা। ২০১৫ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা এই তারকা ক্যারম বল করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন।
মেন্ডিসকে ক্রিকেট প্রেমীরা তার অভিষেক পারফরম্যান্স দিয়েই মনে রাখবে। ২০০৮ সালে এশিয়া কাপের ফাইনালে তিনি মাত্র ১৩ রানে ৬ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন। পরে এই ভারতের বিপক্ষেই ঘরের মাঠে টেস্ট অভিষেকে তিন ম্যাচে ২৮টি উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জানান দেন।
তার এমন পারফরম্যান্সে সবাই মেন্ডিসকে স্বদেশী কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের উত্তরসূরী হিসেবে ভেবে নেন। তবে সময়ের সাথে সাথে নিজেকে আর মেলে ধরতে পারেননি। এক সময় হারিয়েই যান।
ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট শিকারির বিশ্বরেকর্ড গড়া মেন্ডিস একমাত্র বোলার যিনি দুটি ভিন্ন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ উইকেট দখল করেছেন। পরবর্তীতে ২০০৯ ও ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন।
জাতীয় দলের জার্সিতে মেন্ডিস ১৯টি টেস্ট, ৮৭টি ওয়ানডে ও ৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এমএমএস