২০১৫ সালে অভিষেকের পর মাত্র ১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ইনজুরির কারণে টেস্ট ক্যারিয়ারটা সমৃদ্ধ নয় তার।
শনিবার(৩১ আগস্ট)পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের কাছে জানতে চাওয়া এটা বাংলাদেশের ক্রিকেটর জন্য কোনো সতর্ক বার্তা কিনা? ল্যাঙ্গেভেল্ট বলেন, ‘এই মহূর্তে মোস্তাফিজের ছোট একটা ইনজুরি রয়েছে। সেই কারণেই হয়তো বোর্ড তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি। সতর্কতার কারণেই তাকে বিশ্রামে রাখা হয়েছে। সামনে সাদা বলে অনেক খেলা রয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তাই তাকে দেখাশুনার একটা বিষয়তো রয়েছেই। কারণ সে টি-টোয়েন্টি আর ওয়ানডে’র সেরা বোলার। সেজন্যই বোর্ড বাড়তি সতর্ক। ’
তাহলে মোস্তাফিজ কি শুধু সীমিত ওভারের ক্রিকেটর জন্যই উপযুক্ত। এমন প্রশ্নে ল্যাঙ্গেভেল্ট বলেন, ‘এই দেশের কন্ডিশনে সাদা ও লাল দুই বলেই সেরা। সে খুব ধারাবাহিক। আজ প্রস্তুতি ম্যাচেও প্রথম ওভারে উইকেট পেয়েছে। ’
মোস্তাফিজকে আফগানিস্তানের বিপক্ষে মিস করবেন বলে জানান ল্যাঙ্গেভেল্ট। তিনি আরও বলেন, ‘অবশ্যই তাকে মিস করবো, যে কেউই তাকে মিস করবে, সে ভালো বোলার, আপনি যদি তোকে মিস না করেন তাহেলে বুঝবো আপনার মাঝে কোনো সমস্যা তো অবশ্যই আছে। আমরা সবাই তাকে মিস করবো। ’
আপাতত সীমিত ওভারের ক্রিকেটের জন্যই মোস্তাফিজকে প্রস্তুত করা হচ্ছে। তাই বলা যেতেই পারে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বরূপে ফিরছেন মোস্তাফিজ।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
আরএআর/এমএমএস