রোববার (১ সেপ্টেম্বর) চট্টগামের এমএ আজিজ স্টেডিয়ামে দুদিনের প্রস্তুতিমূলক ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নেয় আফগানরা।
ব্যাটিংয়ে নেমে দুই আফগান ওপেনার ইহসানুল্লাহ ও ইব্রাহীম জাদরান মিলে দুর্দান্ত জুটি গড়েন।
ওপেনিং জুটির সমাপ্তির পর থেকেই আফগান ব্যাটসম্যানদের চেপে ধরেন বিসিবি একাদশের বোলাররা। প্রথমে জাভেদ আহমাদিকে দ্রুত বিদায় করেন বিসিবি একাদশের সুমন খান। এরপর রহমত শাহকে তুলে নিয়ে উইকেট দখলের মিছিলে যোগ দেন আল-আমিন।
আফগানিস্তানের মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারে একের পর এক আঘাত হানেন সুমন ও আল-আমিন। তবে ৩৩ রানের ইনিংস খেলে কিছুটা সামলে নিয়েছিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। এছাড়া ২৬ রান এসেছে হাশমতুল্লাহ’র ব্যাট থেকে। ২০ রানে অপরাজিত আছেন অধিনায়ক রশিদ খান।
দিন শেষে আফগানদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৪২ রান।
বল হাতে ৪ উইকেট তুলে নিতে ৫১ রান খরচ করেছেন আল-আমিন। আর ২১ রান খরচে ২ উইকেট ঝুলিতে পুরেছেন সুমন।
বিসিবি একাদশ: নুরুল হাসান (অধিনায়ক), এনামুল হক, ফজলে মাহমুদ, মানিক খান, সুমন খান, সালাউদ্দীন শাকিল, জুবায়ের হোসেন, মেহেদী হাসান রানা, আসাদউল্লাহ গালিব, ইরফান শুক্কুর, ফারদিন অনি, সাব্বির হোসেন, আল আমিন জুনিয়র, নাঈম ইসলাম।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এমএইচএম