ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টানা দ্বিতীয় জয় পেল টাইগ্রেসরা  

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
টানা দ্বিতীয় জয় পেল টাইগ্রেসরা   বাংলাদেশ নারী ক্রিকেট দল: ছবি-সংগৃহীত

রোববার (০১ সেপ্টেম্বর) মার্কিন নারীদের ৮ উইকেটে হারানোর সুখ স্মৃতি মুছে যাওয়ার আগেই দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশে নারী ক্রিকেট দল। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ডার্ক লুইস পদ্ধতিতে পাপুয়া নিউগিনিকে ৬ রানে হারিয়েছে অদম্য টাইগ্রেসরা। 

পাপুয়া নিউগিনি-বাংলাদেশ মানেই যেন বৃষ্টির হামলা। বাছাইপর্বে দু’দলের ম্যাচটি হওয়ার কথা ছিল শনিবার (৩১ আগস্ট)।

ম্যাচটি দিয়ে বাছাইপর্বের অভিযান শুরুর কথা টাইগ্রেসদের। কিন্তু স্কটল্যান্ডের ডান্ডিতে বৃষ্টির কারণে সেদিনই ম্যাচটি পরিত্যক্ত করা হয়। ঠিক করা হয় একই ভেন্যুতে রিজার্ভ ডে সোমবারই (০২ সেপ্টেম্বর) হবে ম্যাচটি।

ফোর্টহিল ক্রিকেট গ্রাউন্ডে তখনো যুক্তরাষ্ট্র বধের সুখ স্মৃতি লেগেছিল সালমাদের চোখে মুখে। শেষ পযর্ন্ত তা দ্বিগুণ করে মাঠ ছেড়ে তারা। এদিনও বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচটি নেমে আসে ১৬.৩ ওভারে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে অবশ্য ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় রানে আয়েশা রহমানকে (৪) হারায় বাঘিনীরা।

স্কোরবোর্ডে ২৭ রান যোগ হতেই বাংলাদেশ হারায় আরো দুই ব্যাটসম্যান উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিগার সুলতানা (৬) ও রিতু মনিকে (৩)। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ঢাল হয়ে একাই লড়াই করেন ওপেনার সানজিদা ইসলাম। ১৯ রানে তিনি ফিরেন এলবিডব্লিউর শিকার হয়ে। তার ইনিংসটি সাজানো ছিল ২ চারে। এরপর দলকে ৪৬ রানে ফিরে যান ফারজানা হক (১১) ও শায়লা শারমিন (৫)।  

সতীর্থরা ব্যর্থ হলেও জ্বলে ওঠে ফাহিমা খাতুনের ব্যাট। তার ১৮ বলে অপরাজিত ৩২ রানের সুবাদে ৮ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফাহিমার ইনিংসটি সাজানো ছিল ৫ চারে। শেষদিকে জাহানারা আলম ৫ এবং নাহিদা আক্তার ৭ রান করেন। শূন্য রানে আউট হোন অধিনায়ক সালমা।  

তবে বৃষ্টির কারণে টার্গেট দাঁড়ায় ৮ ওভারে ৫৯ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে পাপুয়া নিউগিনি করে ৫২ রান। পাপুয়া নিউগিনির হয়ে সর্বোচ্চ ১২ রান করেন তানিয়া রুমা। নাওয়ানি ভারে ও কোনিও ওয়ালার ব্যাট থেকে আসে ১০ রান করে।   

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার নিয়েছেন ৩ উইকেট। রিতু মনির শিকার ২টি। পাপুয়া নিউগিনির হয়ে শিবোনা জিমি সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন রাভিনা ওয়া।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।