আগেরদিন ২৪২ রানে প্রথম দিন শেষ করা আফগানিস্তান দ্বিতীয় দিনে ৯ উইকেটে ২৮৯ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে। ব্যাটিংয়ে নেমে তরুণ ও অভিজ্ঞদের নিয়ে গড়া বিসিবি একাদশ প্রথম ইনিংসে ৪৪.৩ ওভারে গুটিয়ে যায় ১২৩ রান তুলতেই।
বিসিবি একাদশকে ডুবিয়েছে মূলত আফগানদের ঘূর্ণি। রশিদ খান-জহির খানদের সামনে দাঁড়াতে পারেনি এনামুল হক-নাঈম ইসলামরা। নিয়মিত বিরতিতে উইকেট বিসর্জন দিতে থাকে তারা। ওপেনিংয়ে নেমে এনামুল করেন ১৯ রান। রশিদের ঘূর্ণি বুঝতে না পেরে দলকে ২৭ রানে রেখে তিনি ফিরে যান। তার আগে অবশ্য বিসিবি হারায় আরেক ওপেনার সাব্বির হোসেনকে।
এরপর আল-আমিন ছাড়া আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেনি। অধিনায়ক-উইকেটরক্ষক নুরুল হাসান (১৫), ফারদিন হাসান (১৪) ও নাঈম ইসলাম (১৩) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরের দেখা পাননি।
রশিদ ৮ ওভারে বল করে নিয়েছেন ৩ উইকেট। সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন জহির খান।
বাংলাদেশ বনাম আফগানিস্তানের একমাত্র টেস্টটি হবে ০৫ সেপ্টেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
ইউবি