এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪তম ওভার শেষে এক উইকেট হারিয়ে ২২ রান করেছে আফগানিস্তান।
এর আগে সিরিজেরে একমাত্র টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান।
চট্টগ্রামে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল গেল বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ইতিবাচক দিক হলো সেই টেস্টে ক্যারিবীয়দের ৬৪ রানে হারিয়েছিল টাইগারা। প্রায় ১০ মাস পর আবারও এই স্টেডিয়ামে টেস্ট খেলতে নামছে।
এ ম্যাচে কোনো পেসার নিয়ে নামেনি বাংলাদেশ। চারজন বিশেষজ্ঞ স্পিনারসহ মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন স্পিন বিভাগে।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহিদি হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
আফগানিস্তান একাদশ: ইহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই (উইকেটরক্ষক), রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমেদজাই, কায়েস আহমেদ, জহির খান।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এমএমএস