শেষ পর্যন্ত প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনে এই রান পাহাড় ছোঁয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।
বোলিংয়ে তাইজুলের দিনটা অবশ্য দুর্দান্ত কেটেছে। সাকিব আল হাসানের একটা রেকর্ড ভেঙেছেন তিনি। বাংলাদশের জার্সিতে টেস্টে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড এতদিন ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের দখলে। ১০০ উইকেট নিতে সাকিব খেলেছিলেন ২৮টি টেস্ট। অন্যদিকে তাইজুল ২৫তম টেস্টে এসে এই কীর্তি ছুঁলেন।
নিজে বল হাতে ভালো একটা দিন কাটালেও উইকেট নিয়ে কিছুটা অসন্তোষ দেখা গেল তাজুলের কণ্ঠে, ‘যদি উইকেট মাঝে মাঝে টার্ন করত কিংবা মাঝে মাঝে সোজা যেত-এমনটা হলে উইকেটের সংখ্যা আরও বেশি থাকত। কিন্তু এই উইকেটে বল একই রকম হচ্ছে। ফলে ওদের (আফগানিস্তানের) মুখস্থ হয়ে গেছে। ’
এমন উইকেটে বড় সংগ্রহের পথেই এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। তবে তাইজুলের বিশ্বাস কাল সকালে আফগানদের দ্রুতই গুটিয়ে দিতে পারবেন, ‘কাল যদি ১০ রানে ৫ উইকেট ফেলতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। এটা অস্বাভাবিক নয়। ’
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এমএইচএম