যেখানে ভারত নিজেদের প্রথম ইনিংসে রোহিত শর্মার ডাবল সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৪৯৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
সোমবার (২১ অক্টোবর) রাঁচিতে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেসারদের তোপে আরও বাজে অবস্থা হয় সফরকারী দ.আফ্রিকার।
মোহাম্মদ শামি ৩টি ও উমেষ যাদব ২টি উইকেট পেয়েছেন। এছাড়া রবীন্দ্র জাদেজা ও রবিচনন্দ্রন অশ্বিন একটি করে উইকেট পান।
এর আগে প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৯ রানে তৃতীয় দিন শুরু করা প্রোটিয়ারা ১৬২ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন জুবায়ের হামজা। আর ৩৭ রান আসে জর্জ লিনডের ব্যাট থেকে।
যাদব ৩টি ও শামি, শাহবাজ নাদিম, জাদেজা ২টি করে উইকেট ভাগ করেন নেন।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এমএমএস