পরে দ্বিতীয় রাউন্ড থেকে লেগস্পিনার নেওয়া হয়েছে প্রতিটি দলে। আর তৃতীয় রাউন্ডে এসে তো চমকই দেখালেন রিশাদ হোসেন।
এদিন রিশাদের ঘূর্ণির সামনে প্রতিপক্ষের কেউ টিকতেই পারেননি। তিনি রাজশাহীর মিজানুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান, ফরহাদ হোসেন ও সানজামুল ইসলামকে ফিরিয়ে ক্যারিয়ারে তৃতীয় প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে প্রথমবার পাঁচ উইকেট তুলে নেন। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক ফরহাদ।
রিশাদ ছাড়া রংপুরের হয়ে সাজেদুল ইসলাম ও সোহরাওয়ার্দী শুভ দুটি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে অবশ্য রংপুরেরও শুরুটা ভালো হয়নি। দলীয় ১২ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বসে দলটি। তবে মেদেদি মারুফ ১৯ ও নাঈম ইসলাম ৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
রাজশাহীর দেলওয়ার হোসেন ও তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএমএস