ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে মিস করবো: মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
সাকিবকে মিস করবো: মাহমুদউল্লাহ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন মাহমুদউল্লাহ রিয়াদ/ছবি: শোয়েব মিথুন

ভারতের বিপক্ষে সিরিজের আগে দলের জন্য দুঃসংবাদ হয়ে আসে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। দুই বছরের (১ বছরের স্থগিত) নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জটা দলের সেরা খেলোয়াড়কে ছাড়াই মোকাবিলা করতে হবে টাইগারদের। হঠাৎ করেই এমন ধাক্কা সামলানোটা বেশ কঠিন হবে। সাকিবের অভাব যে বাংলাদেশকে ভোগাবে তা স্বীকার করলেন টি-টোয়েন্টি দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার (৩০ অক্টোবর) ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। যাওয়ার আগে এয়ারপোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহমুদইল্লাহ রিয়াদ।

সেখানেই জানালেন, সাবিককে ভীষণ মিস করবেন তিনি।

মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মনে করি সে (সাকিব) দলের জন্য অপরিহার্য একটা অংশ। এতে কোনো সন্দেহ নেই। আমরা সবাই ব্যথিত ওর জন্য, কারণ আমরা সবাই জানি সে কত গুরুত্বপূর্ণ দলের জন্য। হয়তো সে একটা ভুল করেছে কিন্তু কোনো অপরাধ করেনি। আমাদের সকল সমর্থন সাকিবের প্রতি রয়েছে এবং আমরা সাকিবকে যেভাবে ভালোবাসতাম সেভাবেই আগের মতোই ভালোবাসবো, সবসময়। ’

সাকিব না থাকায় টি-টোয়ন্টি দলের নেতৃত্বভার এখন মাহমুদউল্লাহ’র কাঁধে। ভারত সফরেরর ঠিক একদিন আগে এই দায়িত্ব পাওয়ার পর ভালো করা তার জন্য কঠিনই বটে। তবে আপাতত অধিনায়ক নিজের দায়িত্বটা ভালোভাবে পালন করতে চান তিনি, ‘প্রথমত আমার কাছে যে দায়িত্বটা সেটা পালন করার চেষ্টা করবো। আর অনুপ্রেরণার কথা যদি বলেন আমার মনে হয় যখন আমরা মাঠে নামি দেশের জার্সিটা গায়ে চাপিয়ে, এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কিছুই হতে পারে না। আমরা সবাই চেষ্টা করবো দল হিসেবে যেন একটা ভালো রেজাল্ট করতে পারি। ’

প্রতিপক্ষ হিসেবে ভারত বেশ শক্তিশালী। তবে দল হিসেবে পারফর্ম করতে পারলে ভারতকে হারানো সম্ভব বলেই মত মাহমুদউল্লাহ’র, ‘পরিসংখ্যান কিন্তু তাই বলে। শেষ ১১-১২টা সিরিজ ওরা অপরাজিত। কাজটা কঠিন তবে অসম্ভব কিছু নয়। দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। ছোট ছোট সব সুযোগ যার যখন সুযোগ অাসবে নিশ্চিত করতে হবে শতভাগ আমরা যেন সেই সুযোগগুলো কাজে লাগাতে পারি। এটা করতে পারলে আমরা ম্যাচ জিততে পারবো। ’
 
হঠাৎ করেই আচমকা ধাক্কায় কিছু পরিবর্তনে দলে কোনো প্রভাব পড়বে না বলেই বিশ্বাস এই ডানহাতির, ‘এটা (দলে পরিবর্তন) আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের কাজ হচ্ছে খেলা, দেশের জন্য জান দিয়ে খেলা। এটাই আমরা করার চেষ্টা করবো। সবাই এটা অনুপ্রেরণা হিসেবেই নেবো। ’

এদিকে টেস্ট অধিনায়ক হিসেবে মুমিনুল হকের নাম ঘোষণা করেছে বিসিবি। বিষয়টা ইতিবাচকভাবে দেখছেন টি-টোয়েন্টি অধিনায়ক, ‘আমার মনে হয় এটা সঠিক একটা সিদ্ধান্ত। কারণ টেস্ট অধিনায়কত্ব করা মুমিনুলের প্রাপ্য। শেষ তিন বছর সে টেস্টে ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে। আমার মনে এটাই ভালো হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।