মঙ্গলবার (০৫ নভেম্বর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম একাডেমি মাঠে শেষ দিনে দ্বিতীয় ইনিংসে রাজশাহী অলআউট হয় ২৪১ রানে। এর আগে রাজশাহীর প্রথম ইনিংসে ২৩০ রানের জবাবে ঢাকা প্রথম ইনিংস ৭ উইকেটে ৪৭৫ রানে ইনিংস ঘোষণা করে।
৩ উইকেটে ৭৭ রান নিয়ে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে রাজশাহী। ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রাজশাহীর ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেটে হারাতে থাকে তারা।
নাজমুল হোসাইন শান্ত ও সাব্বির রহমান ছাড়া কোন ব্যাটসম্যানই প্রতিরোধ গড়তে পারেনি। দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে অলআউট হয় রাজশাহী বিভাগ। ফলে ইনিংস ও ৪ রানের জয় পায় ঢাকা। রাহশাহীর নাজমুল শান্ত ৫১ ও সাব্বির ৫৮ রান করেন।
ঢাকা বিভাগের নাজমুল ইসলাম ও সাইফ হাসান ৩টি, সালাউদ্দিন শাকিল ২টি এবং শুভাগত হোম ও তাইবুর রহমান ১টি করে উইকেট নেন। ঢাকা বিভাগের শুভাগত হোম ম্যাচ সেরা নির্বাচিত হযেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
আরএআর/এমআরপি