ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চ্যালেঞ্জিং সিরিজে জেতার জন্যই খেলব: মুমিনুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
চ্যালেঞ্জিং সিরিজে জেতার জন্যই খেলব: মুমিনুল মুমিনুল হক (ছবি: বাংলানিউজ)

আগামী ১৪ নভেম্বর শুরু হবে বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। ভারতের বিপক্ষে তাই কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে টাইগারদের। টেস্ট চ্যাম্পিয়নশিপে চারটি টেস্ট খেলে চারটিতেই জয় পেয়েছে ভারত। তাই বোঝাই যাচ্ছে কতটুকু কঠিন সময় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে একটি দিবা-রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথবারের মতো টাইগাররা গোলাপি বলে টেস্ট খেলবে।

ভারতের জন্যও এটি প্রথম দিবা-রাত্রির টেস্ট। তবে সবচেয়ে চ্যালেঞ্জিং হলো দলের অন্যতম দুই ভরসা সাকিব-তামিমকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। টেস্টে অধিনায়কত্ব করবেন মুমিনুল হক।

বুধবার (০৬ নভেম্বর) ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক মুমিনুল মিরপুরে গোলাপি বলে অনুশীলন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ভারতের বিপক্ষে লড়াই করেত হলে মাসসিক ভাবে প্রস্তুত থাকতে হবে বলে মনে করেন মুমিনুল।

ভারত সিরিজের দায়িত্ব পাওয়া মুমিনুল জানালেন, ‘আমার মনে হয় যেভাবে আপনি চিন্তা করবেন জিনিসটা সেভাবেই এগোবে। আপনার কাছে যদি মনে হয় এটা কঠিন হবে তাহলে সেটা কঠিনই হবে। কিন্তু আপনি যদি ইতিবাচক চিন্তা করেন যে, ভালো চ্যালেঞ্জ আছে সেটা আমি গ্রহণ করব, তাহলে কাজটা সহজ হবে। আমার কাছে মনে হয় সেভাবে চিন্তা করাই ভালো। আমি মনে করি এটা পুরোটাই মানসিক ব্যাপার। ’

তবে এতো বড় চ্যালেঞ্জটা সাকিব-তামিমকে ছাড়া পাড়ি দিতে হবে সেটা দলের ওপর কতটুকু প্রভাব পড়বে এমন প্রশ্নে মুমিনুল জানালেন, ‘হয়তো টিম ম্যানেজম্যান্ট এটা ভালো বুঝবে। তবে সাকিব ভাই, তামিম ভাইও কেউ থাকছেন না। আমি মনে করি তাদের মতো সিনিয়র দুজন ক্রিকেটার না থাকা দলকে প্রভাবিত করবে। নতুন যারা আসছে তাদের জন্য হয়তো বড় একটা সুযোগ। ’

টেস্ট সিরিজে দলের লক্ষ্য ও নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে টেস্ট অধিনায়ক জানান, ‘প্রত্যাশা একটাই আমরা যেখানেই যাই জেতার জন্য যাই, জেতার জন্যই ভারতে যাব। ব্যক্তিগতভাবে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। সব মিলিয়ে দলের জন্য অবদান রাখতে চাই। ’

আগামী ১৪ নভেম্বর ইন্দোরে হবে ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। অার ২২ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক দিবা-রাত্রির দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
আরএআর/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।