ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে খেলছে বৃষ্টি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে খেলছে বৃষ্টি ছবি: সংগৃহীত

প্রায় ১০ বছর পর পাকিস্তানের মাটিতে ফিরেছে টেস্ট ক্রিকেট। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে ঘরের মাঠে খেলতে নেমে স্বাগতিক পাকিস্তান আছে অস্বস্তিতেই। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে দুই দলকে নিয়েই খেলা করছে বেরসিক বৃষ্টি।

তৃতীয় দিন মাত্র ৫.২ ওভার খেলা গড়িয়েছে। তৃতীয় দিন শেষে লঙ্কানরা খেলতে পেরেছে মাত্র ৯১.৫ ওভার।

তৃতীয় দিন শেষে সফরকারীরা ৬ উইকেট হারিয়ে তোলে ২৮২ রান।

দ্বিতীয় দিন মাঠে বল গড়িয়েছে মাত্র ১৮.২ ওভার। সময়ের হিসেবে ৮২ মিনিট। বাকি সময় রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামের প্যাভিলিয়নে বৃষ্টি দেখেই সময় কাটাতে হয় সফরকারী শ্রীলঙ্কা এবং স্বাগতিক পাকিস্তানের ক্রিকেটারদের। তৃতীয় দিন বল গড়িয়েছে ৩২টি, শেষ পযর্ন্ত বৃষ্টি এবং আলোকস্বল্পতার কারণে তৃতীয় দিন পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

দিমুথ করুনারত্নের দল প্রথমদিন শেষ করেছিল ৬৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০২ রান জমা করে। দ্বিতীয় দিন প্যাভিলিয়নে ফেরার আগে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮৬.৩ ওভারে ৬ উইকেটে ২৬৩ রান। তৃতীয় দিন সাজঘরে ফেরার আগে তাদের স্কোর ৯১.৫ ওভারে ৬ উইকেটে ২৮২।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। ওপেনিং জুটিতে দলপতি দিমুথ করুনারত্নে এবং ওশাদা ফার্নান্দো তুলে নেন ৯৬ রান। করুনারত্নে ১১০ বলে ৯টি চারের সাহায্যে করেন ৫৯ রান। ফার্নান্দো ৮১ বলে ৬টি চার আর একটি ছক্কায় করেন ৪০ রান।

তিন নম্বরে নামা কুশল মেন্ডিস ১০, অ্যাঞ্জেলো ম্যাথিউস ৩১ রান করেন। দিনেশ চান্দিমাল (২) দ্রুতই বিদায় নেন। নিরোশান দিকওয়েলা করেন ৬৩ বলে ৩৩ রান। ধনাঞ্জয়া ডি সিলভা ১৫১ বলে ১৩টি চারের সাহায্যে ৮৭ রানে অপরাজিত আছেন। ৬ রানে অপরাজিত আছেন দিলরুয়ান পেরেরা।

পাকিস্তানের নাসিম শাহ এবং শাহিন শাহ দুটি করে উইকেট তুলে নেন। একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আব্বাস, উসমান শিনওয়ারি।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।