ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

দ. আফ্রিকার কোচের দায়িত্বে বাউচার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
দ. আফ্রিকার কোচের দায়িত্বে বাউচার! ছবি: সংগৃহীত

সবকিছু ঠিকঠাক থাকলে দক্ষিণ আফ্রিকার কোচের পদে দেখা যেতে পারে সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান মার্ক বাউচারকে। আপাতত খন্ডকালীন হেড কোচের দায়িত্ব পালন করতে পারেন তিনি। বর্তমানে ঘরোয়া ক্লাব টাইটান্সের হয়ে দায়িত্ব পালন করছেন বাউচার।

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটকে ঢেলে সাজাতে দুই দিন আগে বোর্ডের নতুন ডিরেক্টর হয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনিই মূলত বাউচারকে কোচ করার আগ্রহ দেখান।

এদিকে গুঞ্জন আছে, স্মিথ প্রোটিয়াদের ব্যাটিং কোচ করতে যাচ্ছেন আরেক কিংবদন্তি জ্যাক ক্যালিসকে।

২০১৬ সালে বাউচার টাইটান্সের কোচ হন। এরপর ফ্রাঞ্চাইজিভিত্তিক দলটি প্রথম শ্রেণির শিরোপা জেতে। এছাড়া দু'টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি শিরোপাও জিতেছে টাইটান্স।

তিন ফরম্যাটের ক্রিকেটে বাউচারের নামের পাশে দশ হাজারের বেশি রান আছে। উইকেটের পেছনে রেকর্ড ৯৯৮ ডিসমিসালের মালিক বাউচার।  

এত দিন টিমের দায়িত্ব সামলাচ্ছিলেন সহকারী কোচ এনোখ এনকিউয়ি। তিনি বাউচারের সঙ্গেই কাজ করবেন। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে ইংল্যান্ড। এই সফরে ইংলিশরা তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টিও খেলবে। তাই নিজের নতুন দায়িত্বে কঠিন পরীক্ষাই দিতে হবে বাউচারকে।

চোখে মারাত্মক চোট পাওয়ায় ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হন বাউচার। তার আগে পর্যন্ত ১৪৭টি টেস্ট, ২৯৫ ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।