ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হ্যাম্পশায়ারে শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
হ্যাম্পশায়ারে শাহিন আফ্রিদি ছবি: সংগৃহীত

পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকে দলে টেনেছে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের দল হ্যাম্পশায়ার। পরের আসরে প্রথমবারের মতো ইংলিশ এই ধুমধারাক্কা লিগে বল হাতে দেখা যাবে ১৯ বছর বয়সী এই তরুণ তারকাকে।

বিদেশি কোটায় হ্যাম্পশায়ার দলে টেনেছে আফ্রিদিকে। তরুণ এই পেসার জাতীয় দলের জার্সিতে ছয়টি টেস্ট, ১৯টি ওয়ানডে আর ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

তিন ফরম্যাটে নিয়েছেন ৫৪ উইকেট।

দলের ডিরেক্টর জাইলস এক বিবৃতিতে জানান, ‘আমরা এমন একজন পেসারকে খুঁজছিলাম যে ডেথ ওভারে কার্যকরী ভূমিকা রাখতে পারে। আমরা শাহিন আফ্রিদিকে পেয়েছি। ৬ ফিট ৬ ইঞ্চি উচ্চতার এই পেসার দ্রুত ডেলিভারি দিতে সক্ষম। বাউন্সারেও সে দারুণ। বলের ভেরিয়েশন নিয়ে সে কাজ করতে পারে। তার মতো ভালোমানের বোলারকে আমরা ভালো প্যাকেজ হিসেবেই বেছে নিয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।