ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান সফরের আগে পেস বোলিং কোচ পাওয়ার আশা বিসিবির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
পাকিস্তান সফরের আগে পেস বোলিং কোচ পাওয়ার আশা বিসিবির আকরাম খান। ছবি:বাংলানিউজ

গত জুলাই মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার পেসার চার্ল ল্যাঙ্গেভেল্ট। দুই বছরের জন্য চুক্তি বদ্ধ হন তিনি। কিন্তু দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় অব্যাহতি নেন এই প্রোটিয়া সাবেক পেসার। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেওয়ার জন্যই তিনি বাংলাদেশ দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে।

তাই নতুন পেস বোলিং কোচের খোঁজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর আগামী পাকিস্তান সফরের আগেই পেস বোলিং কোচ নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন বোর্ডের পরিচালক আকরাম খান।

আসছে জানুয়ারিতে তিনটি টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট খেলতে পাকিস্তান সফরের কথা রয়েছে বাংলাদেশের।

সোমবার (২৩ ডিসেম্বর) বিসিবি কার্যালয়ে আকরাম খান সাংবাদিকদের জানান, ইতোমধ্যে পেস বোলিং কোচের সংক্ষিপ্ত তালিকাও করে ফেলেছে বোর্ড। আকরাম বলেন, ‘আমি তো আজকে বসলাম বোর্ডে, কিছু শর্টলিস্ট আমরা করেছি। তাদের স্ট্যাট দেখেছি খুবই ভালো। এরমধ্যে আরো দুই-একজন ইনক্লুড করে এ সপ্তাহের মধ্যে কাজ শুরু করার চেষ্টা করবো। যেহেতু আমাদের হাতে এখনো সময় আছে, মাসখানেক সময় আছে, এজন্য আমরা ১০-১৫ দিনের মধ্যে সবকিছু কনফার্ম করবো। ’

নতুন কোচের তালিকায় ল্যাঙ্গেভেল্টকে নেওয়ার সময় যে তালিকা ছিল সেখান থেকেও কয়েকজন কোচের নাম রয়েছে বলে জানান বোর্ড পরিচালক। তিনি আরও বলেন, ‘দুই একজন ছিলেন এরকম আছে, আবার দুই-একজন নাই এরকমও আছে। এখন যেহেতু আমরা আবার নতুন করে নিয়োগ দিবো, তাই কয়েকজন নতুন কোচের নামও যোগ করেছি। ’

তবে সবচেয়ে বড় কথা হলো আসন্ন পাকিস্তান সফরের আগেই পেস বোলিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। আকরাম খান বলেন, ‘আমরা কয়েকজন বোর্ড পরিচালকরা মিলে এই সিদ্ধান্তটা নিবো। এখনও আমরা সবাই একসাথে বসতে পারি নাই। কিন্তু আমরা শর্ট একটা লিস্ট করেছি। তারপরে সবকিছু মিলে আমরা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিবো কোথা থেকে কোচ নিবো। ইনশাল্লাহ পাকিস্তান ট্যুর এর আগেই আমরা কোচ নেওয়ার চেষ্টা করবো। আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। ’

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।