ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের সব টুর্নামেন্টে বোলিংয়ে নিষিদ্ধ হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
ইংল্যান্ডের সব টুর্নামেন্টে বোলিংয়ে নিষিদ্ধ হাফিজ ছবি:সংগৃহীত

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ইংল্যান্ড ক্রিকেটের সকল প্রতিযোগিতায় বোলিংয়ে নিষিদ্ধ হলেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানি এই অলরাউন্ডারের বোলিংয়ে ফের ত্রুটি পাওয়া গেলে মঙ্গলবার তার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ঘটনাটি মূলত গত আগস্টের। যেখানে ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে কাউন্টি দল মিডলসাক্সের হয়ে সামারসেটের বিপক্ষে খেলতে নেমেছিলেন হাফিজ।

৩০ তারিখের সেই ম্যাচ শেষে মাঠের আম্পায়ার হাফিজের বোলিং নিয়ে প্রশ্ন তোলেন।

ক্যারিয়ারে বেশ কয়েকবার বোলিংয়ে নিষিদ্ধ হওয়া হাফিজ এবারও ত্রুটিযুক্ত বোলিং করেন। তার বোলিংয়ে কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙা হয়েছে বলে পরীক্ষাগারে প্রমাণিত হয়। পরে লর্ডসে তার আপিলের বিপরীতে মঙ্গলবার তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে ধারণা করা হচ্ছে তার বোলিং পুর্নবিবেচনা করে ফের পরীক্ষা করানোর জন্য আপিল করবেন এই তারকা অলরাউন্ডার।

হাফিজ আন্তর্জাতিক ক্রিকেটেও খুব বেশি দিন হয়নি বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। ২০১৮ সালের আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং করার সময় তার বোলিংয়ে প্রশ্ন উঠলে পরবর্তীতে পরীক্ষাগারে যেতে হয়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।