ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ফেনীতে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
ফেনীতে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন

ফেনী: ফেনীতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে এ ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খন্দকার নুরুন্নবী।

উদ্বোধক ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কামরুল ইসলাম চৌধুরী।

ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক চৌধুরী আহমেদ রিযাদ আজিজ রাজিবের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) রবিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

ক্রীড়া সংগঠক শরীফুল ইসলাম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক জোনাল ব্রাঞ্চ প্রধান মাহমুদুল করিম, ফেনী শাখার ম্যানেজার মো. শাহাদাত হোসেন, দাগনভূঞা শাখার ম্যানেজার মামুনুর রশীদ, রাজনগর শাখার ম্যানেজার জিয়াউল করিম, মুন্সিরহাট শাখার ম্যানেজার জিয়া উদ্দিন আহমেদ, কোরাইশমুন্সি শাখার ম্যানেজার মনোয়ার হোসেন সেন্টু, ব্যাংক কর্মকর্তা আশফাক খাঁন, মাইদুল ইসলাম, সিরাজুল হক, জহির উদ্দিন মাহমুদ মুকুট, আজম চৌধুরী, আবুল হোসেন প্রমুখ।

খেলায় ১০টি দল অংশ নিয়েছে। অনুষ্ঠানে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ও ফটোসেশনে অংশ নেন। উদ্বোধনী খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব ও ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।