ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৮ জানুয়ারি মাঠে গড়াবে বঙ্গবন্ধু এসপিএল টি-২০ তৃতীয় আসর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
১৮ জানুয়ারি মাঠে গড়াবে বঙ্গবন্ধু এসপিএল টি-২০ তৃতীয় আসর সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: আগামী ১৮ জানুয়ারি শুরু হচ্ছে বঙ্গবন্ধু সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। ২০ দিনব্যাপী এ টুর্নামেন্টে ফাইনালসহ ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে৷  

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ শহরের পৌর কনভেনশন হল রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বঙ্গবন্ধু সিরাজগঞ্জ প্রিমিয়ার ক্রিকেট লীগ আয়োজক কমিটির আহবায়ক মারুফ সিরাজী।  

তিনি বলেন, গত দুটি আসরে সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল) নামে এ টুর্নামেন্টটি এবার বঙ্গবন্ধু এসপিএল নামে পরিচিত হবে।

এবার ৬টি টিম এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।  

দলগুলো হলো- সিরাজগঞ্জ টাইগার, সিরাজগঞ্জ লায়ন, সিরাজগঞ্জ স্টার, সিরাজগঞ্জ সিক্সার, স্বাধীন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ ভাইকিংস।  

সবগুলো ম্যাচ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্থানীয় ছাড়াও প্রতিটি দলে দুজন করে দেশি বা বিদেশি খেলোয়াড় দিয়ে খেলাতে পারবেন। আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে তৃতীয় আসরের সমাপ্তি ঘটবে।

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, বঙ্গবন্ধু এসপিএল টি-২০ তৃতীয় আসরের আয়োজক কমিটির সদস্য সচিব সালমান হক শিবলী, জিয়া হায়দার, মমিন হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।