ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের নতুন পেস বোলিং কোচ ওটিস গিবসন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
টাইগারদের নতুন পেস বোলিং কোচ ওটিস গিবসন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওটিস গিবসন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ওটিস গিবসন। দুই বছরের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।  

এবারের বঙ্গবন্ধু বিপিএলে গিবসন কুমিল্লা ওয়ারিয়র্সের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।

এসময় তিনি বাংলাদেশের পেস বোলিং কোচের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন।

চার্লস ল্যাঙ্গাভেল্টের পর গিবসনকে পেস বোলিং কোচের দায়িত্ব দেওয়া হলো। গত ৬ জানুয়ারি বিসিবি একাডেমি মাঠে কুমিল্লার অনুশীলনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন গিবসন। সেসময় তিনি তার আগ্রহের কথা জানান।  

বিপিএলে কোচিং করানোর সুবাদে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে ভালোই ধারণা রয়েছে তার। সুযোগ পেলে নিজের সবটুকুই উজাড় করে দেবেন বলে জানিয়েছিলেন সাবেক এ ক্যারিবীয় পেসার।

ওটিস গিবসনের অধীনেই ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই দফায় ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচের দায়িত্বও পালন করেছিলেন এ ক্যারিবিয়ান। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকায় পৌঁছেই রাতে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরের যাবেন গিবসন।
 
বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
আরএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।