ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমে শাস্তি পেলেন ফিল্যান্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমে শাস্তি পেলেন ফিল্যান্ডার বাটলারের সঙ্গে বিবাদে জড়িয়েছেন ফিল্যান্ডার: ছবি-সংগৃহীত

ক্যারিয়ারের শেষ টেস্টটা স্মরণীয় করে রাখার জন্য মাঠে নেমেছিলেন ভারনন ফিল্যান্ডার। প্রোটিয়া বোলার হয়তো ঠিকই ভবিষ্যতে জোহনাসবার্গ টেস্টের স্মৃতি মনে রাখবেন। কারণ যে টেস্ট দিয়ে সাদা পোশাক থেকে অবসর নিতে যাচ্ছেন সেই টেস্টেই শাস্তি পেয়েছেন তিনি। 
 

সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে জস বাটলারকে ২০ রানে আউট করেন ফিল্যান্ডার। এরপরই ইংলিশ উইকেটরক্ষকের সামনে ‘অনুপযুক্ত ভাষা’য় চিৎকার করে ওঠেন ৩৪ বছর বয়সী প্রোটিয়া পেসার।

 

এমন অক্রিকেটীয় আচরণের জন্য ফিল্যান্ডারের ম্যাচ ফি’র ১৫ শতাংশ কাটা যাচ্ছে। সঙ্গে হাতে জুটেছে একটি ডিমেরিট পয়েন্টও। এর আগে সিরিজের দ্বিতীয় টেস্টে একই জরিমানা গুনতে হয়েছিল বাটলারকেও।  

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টটি খেলে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ থেকে অবসর নেবেন ফিল্যান্ডার। চার ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী ইংল্যান্ড।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।