বুধবার (২৯ জানুয়ারি) হারারেতে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ক্রেইগ আরভিনের উইকেট হারায়। ব্যক্তিগত ১৩ রানে তিনি বিশ্ব ফার্নান্দোর বলে আউট হন।
এর আগে ১২২ রানে দ্বিতীয় দিন শেষ করা শ্রীলঙ্কা এদিন রাজার ঘূর্ণির কাছে পরাজিত হয়। একমাত্র ব্যাটসম্যান হিসেবে হাফসেঞ্চুরির দেখা পান অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনি ১৫৮ বলে ৬৪ রান করে কার্ল মামবার বলে আউট হন। ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে ৪২ রান আসে।
ক্যারিয়ার সেরা ইনিংস বল করা ডানহাতি রাজা ৪৩ ওভারে ৮ মেডেন নিয়ে ১১৩ রানের বিনিময়ে ৭টি উইকেট তুলে নেন। তার আগের সেরা ইনিংস বোলিং ছিল ২০১৭ সালে বুলাওয়েতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৯ রানে ৫ উইকেট। দলের হয়ে এছাড়া মামবা, ডোনাল্ড ট্রিপানো ও ভিক্টর নাউচি একটি করে উইকেট পান।
দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমএমএস